এই পৃথিবীর বড্ড জ্বালা
দুষণ বাড়ছে খুব
হাজার রকম অশুদ্ধতায়
রোজই দিচ্ছি ডুব।


বায়ূ দূষণ জলে দূষণ
মাটি দূষণ আছে
ইঁট পাথরের ধ্বংস সবুজ
আসছে আরো কাছে।


উঠছে ধোঁয়া কারখানা বিষ
কেমিক্যালে ভরা
পলিথিন আর প্লাস্টিকে
ভরছে মাটির ধরা।


বাড়ছে মানুষ উঠছে বাড়ি
চলছে কত গাড়ি
ঠাঁই খোঁজে ঐ স্বচ্ছ জীবন
নীতির লক্ষ্য ছাড়ি।


শুচি নির্মল সুস্থ সবুজ
এই পৃথিবীর সাজে
সুন্দর করে দুষণ বিহীন
করে দেখাই কাজে।