এই শরতে ভ্যাপসা গরম বৃষ্টি সকাল বেলা
বাতাসে নাই হিমের পরশ ঝরা শিউলির মেলা,
নীল আকাশে মেঘেরা সব হচ্ছে ঘন কালো
ঝিলের ধারে তবু কাশফুল ছড়ায় শরৎ আলো।


পদ্ম শালুক টগর বকুল চেয়ে আকাশ পানে
ঢাকে কাঠি নতুন জামা শারদ খুশি আনে।