সব কষ্টের এক একটা চাঁদ আছে
তার নির্জন গভীরে কিছুক্ষণ বসলে
চারিদিকে ছড়িয়ে পড়ে
স্নিগ্ধ জ্যোৎস্না।
কতবার সেই নিঢোল অবগাহনে
কষ্টেরা সুখের সমতলে
রোজ দিন এনে দিন খায়,
আর চাঁদের কপালে চাঁদ হয়ে
শান্তির তিলক পরায়।