একা আমি সব ভুলে বসে আছি নদী কূলে
ছায়া ভরা বট গাছ নিচে
মনে পড়ে কত কথা হাসি কান্না দুঃখ ব্যথা
সব যেন মায়াময় মিছে।


বয় নদী কুল কুল মন দোলে দুল দুল
পাতা কাঁপে শিরশির করে
উদাস দুপুর বেলা পাখি করে কত খেলা
স্মৃতি এসে যায় চোখ ভরে।


কোথায় কে গেছে দূরে ডাকছে কে মিঠে সুরে
ভাবি না আর তেমন কিছু
শাখে শাখে ফুল ফোটে মনে ঢেউ জেগে ওঠে
জীবন নিয়েছে আজ পিছু।


বইছে বাতাস ধীরে মানুষেরা গেছে ফিরে
দিনগুলো রেখে যায় আশা
অনেক গল্পের শেষে নবীন বীরের বেশে
আমিও চেয়েছি ভালোবাসা।


ঘাস বনে শিশিরের জীবনটা আমাদের
ফুল কুঁড়ি দেয় সব আলো
বুকের ভেতর কত এই হৃদয়ের মত
সকলের হবে হবে ভালো।