একটু শীত মনেতে প্রীত
খুশির গীত গাই
অল্প আলো লাগছে ভালো
তাপন ঢালো ভাই।


কৃষক জানে নতুন ধানে
গোলায় আনে প্রাণ
সবার ঘরে নলেন গুড়ে
নতুন করে ঘ্রাণ।


সকাল বেলা দেয় যে ঠেলা
কাঁথার খেলা শুরু
শিশির পড়ে পাতারা ঝরে
বুকটা করে দুরু।


নানান ফুলে উঠছে দুলে
সব্জি ঝুলে ডালে
মেলার মাঠে উলের হাটে
সময় কাটে তালে।


কুয়াশা ঢাকা গাছের শাখা
রাস্তা ফাঁকা থাকে
বেড়াতে যায় পিঠেও খায়
চাদর গায় রাখে।