তুমি দূরে চলে গেছো রেখে গেছো স্মৃতি
আমার মনেতে আজো জেগে আছে প্রীতি,


সেই সে নদীর ধার শিমূলের তলা
পাশাপাশি হাত ধরে আমাদের চলা,
অশোক পলাশ ফুল পথে পথে ঢাকা
ঠিক যেন তোমার ভ্রূ চলে আঁকা বাঁকা।
ছেয়ে আছে বকুলের ছায়া ছায়া পাতা
কিশলয় কলতান উঁচু করে মাথা,
আকাশ চাইছে হতে কৃষ্ণচূড়া পাশে
তুমি রাধাচূড়া হয়ে আছো অধিবাসে।


আবার এসো প্রেয়সী বইছে মলয়
তোমার রাঙা পরশে সেজেছে আলয়,
দূরে কপোত কপোতী বসে ওই ডালে
মিলনের পাঁচ কথা বলে তালে তালে।
ঝরা পাতা সঙ্গী করে আমি বেঁচে রই
এই ফাল্গুনে আমরা মালা গাঁথবই।