আমি চাইলেই আমি হতে পারতাম
কিন্তু হই নি, হতে পারি নি।


ভেতরে ভেতরে এক অগভীর খেলা করে
শেকড়ে তাই লেগে থাকে ধুলোবালি।


উঠোনের আজন্ম সৌন্দর্য
প্রলেপ এঁকে দিয়ে গেছে
এ হাত ও হাত
এ রকম কত রকমের সিদ্ধ সংসার।


তারা সব বাঁশি বাজিয়ে
জিতে গেছে বার বার,
আমি আজও তাই নম্র আলোর শীতল ছায়া।


এসো দুজনে আজ যতটা পারি
শুধু বাঁচার খেলা খেলি।