মন যে উদাস শিমুল পলাশ
বইছে মলয় ধীরে
গাছের পাতায় শিশির ছোঁয়ায়
ধরছে সময় ঘিরে।


মন কিশলয় নতুন সময়
এসেছে প্রেমের ঘরে
বাইরে দাঁড়াই দু হাত বাড়াই
মন যে কেমন করে।


কোকিলের ডাকে পথ রাঙা বাঁকে
ফাগুন গাইছে সুরে
কেন পথ ভুলে প্রজাপতি ফুলে
থাকো আজ দূরে দূরে।


আকাশের নীলে যাব আজ মিলে
কপোত কপোতী নীড়ে
দিগন্তে লাল মনে মোহ জাল
ঢেউ সাগরের তীরে।


মৌমাছি তান গুনগুন গান
যেন এক পথ হারা
ফাগুন হাওয়া প্রেমের পাওয়া
বুনছে হৃদয় তারা।


সর্ষের খেতে সাথে যেতে যেতে
ছড়ায় আলোর আশা
ফাগুন দোলায় মনের ভেলায়
পাই যেন ভালোবাসা।