সূর্য তাপে দগ্ধ জীবন
খুঁজছে শীতল ছায়া
গাছ কেটে সব জমায় পাথর
নষ্ট করে মায়া।


সবুজ উধাও বালুচরে
গড়ছে আবাস যত
ফুলের বনে ইচ্ছে নাচন
ইট পাথরের মত।


রুক্ষ রুদ্র শুষ্ক নীরস
গড়ছে বাসা খানি
গাছের সাথে সখ্য জীবন
করছে যে মনমানি।


রোদের তাপে ঝলসানো রূপ
স্বস্তি বিফল দিকে
গাছ লাগাও আর গাছ লাগাও ভাই
সবখানে চারদিকে।