গাছের প্রতি থাকলে মায়া
গাছ যে আপন হয়
ধরার বুকে জীবন ছায়া
গাছের সাথে রয়।


একটু জল আর দেখে রাখা
না ভেঙে তার ডাল
রোদের সাথে খেলতে দিলে
বাঁচায় জীবন কাল।


শাক সব্জি আর পাতা ফলমূল
বাঁচতে যা সব চাই
গাছের তলায় প্রাণ ভরা শ্বাস
সব কিছু যে পাই।


বন জঙ্গলে আদিম ছায়া
সভ্য মানব পথ
গাছের স্নেহ সবুজ বরণ
চলছে তারই রথ।


সুস্থ সবল রোগ জ্বালাহীন
বাঁচতে যদি চাও
সারা জীবন গাছকে শুধু
ভালোবেসে যাও।