যতই সমাজ এগিয়ে যাক
তবু বিভেদ আছে
ছেলে মেয়ে আলাদা সব
এই সমাজের কাছে।


মেয়ে মানেই বিঘ্ন বিপদ
নানা বাধা যুক্ত
এই ধারণা সমাজ জুড়ে
হয়নি মোটেই মুক্ত।


মেয়ে মানেই হাসা কাঁদা
চলা ফেরায় বাধা
লাগাম টানে সমাজ বেড়ি
পুরুষ মনের সাধা।


মুখে বলে লোক দেখানি
মেয়ে মায়ের জাতি
আদপে সেই ঘর ঘরনী
কষ্টে কাটে রাতি।


মেয়েরা তাই জ্বলে উঠুক
দুর্গা কালীর মত
অসুর সমাজ পাল্টে আনুক
মানুষ সমাজ যত।