বাড়ি ছেড়ে মাঝে মাঝে
চাই যে ঘুরতে যেতে
এ পৃথিবী সব জায়গাতে
আছে জীবন পেতে।


বিশ্ব জুড়ে একই জগৎ
একই  গাছ ও পালা
পশু পাখি পাহাড় নদী
সবুজ বরণ ডালা।


ইট পাথরের রুক্ষ বাগান
ঘুরে ফিরে দেখি
নিজের বাড়ির প্রাণ প্রতিষ্ঠায়
নয়তো কিছু মেকি।


এ পৃথিবী খাত গিরিখাত
সৌন্দর্যে সব ভরা
নিজের বাড়ি আরো সুন্দর
হৃদয় মনোহরা।


তাই তো আমি এদিক ওদিক
একটু ঘুরতে গেলে
ঘরের আরাম প্রাণের মাঝে
দেয় যে ডানা মেলে।