পুকুর জলে ফুটে আছে
লাল শালুকের দল,
বিকেল সূর্য গাছের আড়ে
করছে যেন ছল।


তারই ছায়া পড়ছে জলে
ঐ দিগন্ত দূর,
ঘাসে ঢাকা রাস্তা জুড়ে
উঠছে গাঁয়ের সুর।


গোধূলি রঙ পড়ছে ঝরে
সূর্য দিচ্ছে ডুব,
ছোট্টো বাড়ি চাষের জমি
সব কিছু আজ চুপ।


কলমী ডাঁটা ফড়িং ওড়া
দেখতে হলে আয়,
আমার বাংলা রূপ অপরূপ
ওই যে শোভা পায়।