জীবে দয়া অহিংসা পরহিতে বাঁচা
এ মানব জনমের মোহ মায়া খাঁচা,
পারাপার জীবনের করে কত যুদ্ধ
মুক্তির আশ্বাসে দেখি গৌতম বুদ্ধ।


পথ তাঁর পথে পথে জীবে দয়া করা
দুঃখ ব্যথা কষ্ট কান্না সব কিছু ভরা,
তবুও যে হয় না কিছুই পরিপূর্ণ শুদ্ধ
আচারে বিচারে স্থিতধী গৌতম বুদ্ধ।


ত্যাগ করা পরিমাপে জীবনের গঠন
অনন্ত রূপের অন্তরে করায় স্মরণ,
জীবন সম্পর্কে জীবন তবু অবরুদ্ধ
প্রণাম জানাই শান্তির দূত গৌতম বুদ্ধ।