পুকুর পাড়ে পথ চলেছে বাঁকা
লাল মাটি আর সবুজ ঘাসে ঢাকা,
উঁচু তালগাছ দূর সীমানার শেষে
হাল্কা মেঘে শরৎ আকাশ মেশে।


ছোট্টো ডিঙি অপেক্ষাতে কুলে
ইট পাথরের শহর গেছে ভুলে,
সবুজ সারি অজানা সব গাছে
ওই দেখো ওই গ্রাম আছে খুব কাছে।


মেঠো পথে জল পুকুরে আসা
হাঁটতে হাঁটতে ছড়ায় ভালোবাসা।