আমি যদি আমার কাজ নিয়মমত ঠিকঠাক করি
সময় মত কাওকে না ঠকিয়ে করার চেষ্টা করি
কোন মুনাফার কথা চিন্তা না করে সম্পূর্ণ করি
মানবিক মর্যাদায় যদি সবকিছু বিবেচনা করি।
তবে হবে বর্ষ শেষের উদযাপন আর বর্ষ বরণ
হে আগামী
     তোমার জন্য থাকল আমার পূর্ণ সম্ভাষন।


ঘরের পাশে মানুষকে যদি মানুষ ভাবতে পারি
হেঁটে চলা যে কেউ যদি জীবন হয় সারি সারি
সব শিশু যদি পায় শিক্ষা যদি না পায় অবহেলা
সবার ভাবনায় যদি মানবতা থাকে সারাবেলা।
তবে হবে বর্ষ শেষের উদযাপন আর বর্ষ বরণ
হে আগামী
     তোমার জন্য থাকল আমার পূর্ণ সম্ভাষন।