সবুজ বনে পড়ল যেদিন
একটি ঝরা পাতা
হেমন্তকাল শীত বাতাসে
খুলল নিজের খাতা।


শিশির ঘাসে উত্তুরে তার
খবর দিল ধীরে
হিম পরশে মিঠে রোদে
দেখছে পিছন ফিরে।


পাকা ধানে ভরে আছে
মাঠের চারিদিকে
কুয়াশাতেও যাচ্ছে দেখা
নয়তো কিছু ফিকে।


চাষীরা সব গাঁয়ের পথে
চলছে কাস্তে হাতে
আসছে শীত আর কুয়াশাতে
জাগছে ভোরের রাতে।


চিচিঙ্গা আর পুঁইয়ের মাচা
গাঁয়ের আশে পাশে
রঙে রঙিন ফুল বাগানেও
হেমন্তকাল আসে।