প্রতি বছর শীতের মুখে
লাগাই হলুদ গাঁদা
ফুটলে ও ফুল দেখতে আসে
পাড়ার কাকা দাদা।


সকাল বেলায় শিশির ভেজা
ফুলগুলি সব দোলে
যাওয়া আসার পথে সবার
দেখে মনটা ভোলে।


ছোট্ট গাছে থোকায় থোকায়
রাঙা হয়ে ফোটে
পাড়ার যত খোকাখুকি
তাই তো এসে জোটে।


হলুদ গাঁদার রূপের বাহার
মনোহরা আলো
শীত ঋতুতে তাইতো সবার
মন হয়ে যায় ভালো।