কত কি যে হুজুগে হয়
ভাবতে অবাক লাগে
কাকের মুখে কোকিল কালো
রূপের মোহ জাগে।


মরা গরু ভাগাড় জুড়ে
গন্ধে মাতাল করা
ইচ্ছে প্রচার কানাকানি
মনের ভেতর গড়া।


বাঘ বাবাজী ভাবছে খাবে
রাজার গলায় ঘণ্টা
ভয় থেকে যায় ভবিষ্যতের
আকুল করে মনটা।


যাচ্ছে যখন চলো পেছন
গাঙ পুকুরে গঙ্গা
পুণ্য লোভে মানুষকে খায়
একা গুরু ব্রহ্মা।  


দেখে নি সে চোখ হারায় নি
মার শালাকে জোরে
ভুলেই গেছে পড়শী রাতে
সূর্য ওঠে ভোরে।


এমন কত হুজুগে বাস
কাড়ছে জীবন আশা
মানুষ তুমি মানুষকে আজ
দিও ভালোবাসা।