সবার কপাল হয় না সমান
যা চাইবে তা পাবে
নিজের মত জীবনের সুখ
চাইলেই পাওয়া যাবে।


কত জনে কত কষ্ট
করে দিনে রাতে
তবুও তাদের চালা বাড়ি
ভাত পড়ে না পাতে।


আবার কারো অট্টালিকা
না চাইতে সব আসে
বাবু হয়ে আদেশ করে
হুকুম চারিপাশে।


সব কিছু সব নিয়ম পালন
অধরা ঠিক থাকে
কে যেন কে আড়াল থেকে
ফাঁক রেখে যায় ফাঁকে।


তাই তো বলি কাজ করে যাও
কপালে বাদ বাকি
সবার ভালো জগৎ ভালো
তাতেই আমি থাকি।