গ্রীষ্ম এলে ধেয়ে আসে
তান্ডব ভরা ঝড়
উড়তে থাকে গাছের ডাল আর
বস্তির চালা ঘর।


শোঁ শোঁ করে ক্ষেপে আসে
সাথে কালো মেঘ
ধুলো বালির ঘুর্ণিপাকে
প্রচন্ড তার বেগ।


নদীর জলে তুফান ওঠে
ঝেঁপে বৃষ্টি হয়
বজ্রপাতে সকলেই পায়
কাঁপন ধরা ভয়।


গাছগুলো সব ঝুঁকে পড়ে
জমতে থাকে জল
লন্ডভন্ড হয়ে পড়ে
পশু পাখির দল।


বাংলার বুকে ঝড়ের দাপট
কালবৈশাখী নাম
প্রকৃতির এই লীলা খেলা
দেখে বাংলার গ্রাম।