একক জীবনের কাছে পরাজিত হয়ে
বার বার ফিরে গেছে মানুষ;
তারা সব খুঁজেছিল আকাশ
এক মুঠো আশায় ফিরতে চেয়েছিল
দিগন্তের সীমানা ।


প্রকৃতির সঙ্গে যুজতে আমাদের অসুবিধা হয় নি
যেখানে জয় পরাজয়ের ব্যাখ্যায়
দিন গড়িয়ে দিন যায় সহজ সত্ত্বায়;
তাদের সঙ্গে আমাদের মিলন ঘটে
পথ-পরিক্রমায় ।


মানুষ তখন মানুষ হয়ে বেঁচে ওঠে
দশের জড়িত আহ্লাদে
পরিপূর্ণ বাঁচিয়ে রাখার বিশ্বাস
জীবনের সমস্ত অনাদায়ী ফল ।