জীবন যদি মঞ্চ হতো আমি হতাম রাজা
দুষ্টু জনে বেছে বেছে দিতাম শুধু সাজা,
রাখতাম ভালো জনে
আমার পাশে রাজ প্রাসাদে মনের সিংহাসনে।


গরীব দুঃখী থাকবে না কেউ সবাই পাবে খেতে
হাসির রোলে হাসবে সবাই মঞ্চে আসতে যেতে
জীবন যুদ্ধে এসে
পরস্পরের হাতটি ধরে থাকবে ভালোবেসে।


জীবন যদি মঞ্চ হতো আমি হতাম প্রজা
সবার সাথে বসবাসের পেতাম কত মজা,
মাঠে ঘাটে খেলে
পরখ করে নিতাম জীবন হৃদয় খানি মেলে।


নিজের বাঁচা নিজের কাছে খুঁজে শান্তি সুখে
লালন পালন কর্ম প্রাণে করব ধারণ বুকে
তাই তো মঞ্চে এসে
দর্প ভরে বাঁচার হিসেব বাঁচব ভালোবেসে।