জীবন রোজ জীবনের সঙ্গে খেলছে শুধু জুয়া
নির্বাক হয়ে মাঠে দাঁড়িয়ে দেখে কাকতাড়ুয়া,
আকাশ দেখে জমিন দেখে, দেখে মানুষ জন
যে করে হোক ধ্বংস রাজের চলছে উদযাপন।


কারা দিনরাত এক করে ফসল ফলিয়ে যায়
কারা পাহারা দেয় আর কারা লুটেপুটে খায়,
হাতে আঁকা চোখে সে সব দেখে কাকতাড়ুয়া
জীবন রোজ জীবনের সঙ্গে খেলছে শুধু জুয়া।


মাঠের ধারে কত মানুষজন ঐ চলছে মিছিলে
জমায়েত হয়ে কি লিখছে বিভেদের পাঁচিলে?
অধিকারের জমিনে তাই কারা ডাকে হুক্কাহুয়া
জীবন রোজ জীবনের সঙ্গে খেলছে শুধু জুয়া।


মানুষ যতই নিজে নিজে সেজে, হোক বাবুয়া
আসলে মানুষ এক একটা মূর্তির কাকতাড়ুয়া।