ডিজে বাজিয়ে টাকায় মোড়া দেখনাই যৌলুসে
দোলানো কোমর কোন উৎসব নয়।
বাজি ফাটিয়ে আলোর কারসাজিতে
ফুলবাবু হয়ে ঘুরে বেড়ানো কোন উৎসব নয়।
রাস্তা জুড়ে ব্যাঞ্জো বাজিয়ে আবির উড়িয়ে শোভাযাত্রায়
ইচ্ছে খুশি নাচ কোন উৎসব নয়।
লোক দেখানো ভুরি ভোজ আয়োজনে
যারা খেতে পায় শুধু তাদের আমন্ত্রণ কোন উৎসব নয়।


এই উৎসবে জীবন কই? জীবন।
ক'জন পেল এই উৎসবে বাঁচার পরম স্বাদ?
ক'জন এগিয়ে গেল জীবন উত্তরণের পথ?
মানুষ গড়ার রাস্তা আরও কতটা প্রশস্ত হল?
মঙ্গল কামনায় আর কি কেউ খিদে পেটে থাকছে না?
শীতের উঠোনে সবার গায়ে জড়ানো আছে কি কাপড়?
সবার জুটেছে কি নিশ্চিন্ত ছাদ
সব শিশু কি পেরিয়ে যাচ্ছে শিক্ষার আগামী পথ?
ঈর্ষা হিংসা মারামারি খুন জখম অস্ত্রশস্ত্র
এরা সব আর কি নেই কোথাও কোনখানে?


তাহলে আমাদের জীবনের জন্য জীবন
প্রাণ খুলে গাওয়া গান, দোলানো কোমর
হৃদয় আবিষ্কারের ছড়ানো আবির
ডিজে বাজি ব্যাঞ্জো সব কিছুকে
উৎসব মনে হবে কি?
জীবনের উৎসব জীবন-উৎসব?


গড্ডলিকা এ জীবনের
উৎসব আর উৎসব
মেতে থাকা মাতিয়ে রাখা শুধুই চক্রবৎ জীবন।