কাজের সন্ধানে কাজ দিচ্ছে পাড়ি
নিজের পাড়া ছেড়ে
দেশ বিদেশ পরদেশ,
আর ফিরছে না নিজের বাড়ি
শিশুবেলার এক্কাদোক্কা সাথিদের ঠেলাঠেলিতে
মাঝে মধ্যে খেলার মাঠে
স্কুলের আসা যাওয়া পথে
কিংবা মায়ের হাত ধরে
আকাশ মাটি জল চেনা বিকেলে
বাবার মুখোমুখি আত্মীয়ভরা অবসরে।


বহুমুখী নানান কাজে
একা থাকার প্রভূত্ব খেলা করে
তার চিন্তা চঞ্চল মনের ঘাত প্রতিঘাতে,
সে এ পৃথিবীর একক বৈচিত্র আঁকে
জোটবিহীন খেয়াল পোকার নাড়াচাড়ায়।


কাজ হচ্ছে
উন্নত থেকে উন্নততর
শুধু বিচ্ছিন্ন থেকে যাচ্ছে
জীবন থেকে জীবনের বাইরে
এ সভ্যতার আবেগ বৈচিত্র্যে।