চিল কখনো কান কেটেছে
দেখেছে কী কেউ
উড়ো কথার ঢেউ বরাবর
আর হয়ো না ফেউ।
অলীক নিয়ে মাতামাতি
ধার ধারে না ঠিক,
বিশ্বাসে সব আঁকড়ে ধরা
ভাবনা চারি দিক।
অদৃষ্ট তাই গোপন কথা
যতই যুক্তি থাক
মনের ভেতর গেঁথে আছে
সংস্কারী রাখ ঢাক।
চিলের পেছন দৌড়ে গিয়ে
করছে হা-হুতাশ
পায় নি তবু পাওয়ার আশা
ফেলছে দীর্ঘ শ্বাস।
জীবনটা যে বর্তমানের
যা পেয়েছি তা
মন ভরিয়ে প্রাণ ভরিয়ে
আনন্দে গান গা।