জলের মধ্যে পড়লে কিছু
জলতরঙ্গ ওঠে
ওঠা পড়া ঢেউয়ের সাথে
জীবন হয়ে ফোটে।


ছোটো বড়ো বুড়বুড়িতে
প্রাণের নড়াচড়া
জীবন জুড়ে অন্তরে তার
সৃষ্টি হাতে গড়া।


জগৎ সুরে উৎস কণা
বিন্দু জলে ভাসে
লহর তুলে জলই জীবন
বাঁচতে ভালোবাসে।


এক এক ফোঁটা নাচতে থাকে
স্রোতের বিদ্যমানে
এই জাগতিক আবহমান
জলের সচল গানে।