জোনাকিরা আলো জ্বেলে ঘুচায় আঁধার
প্রকৃতির অপরূপ সাজ অলঙ্কার,
দিয়ে যায় জীবনের উৎস ভরা আলো
সামনে এগিয়ে গেলে ঘুচে যায় কালো।
দিকশূন্যপুরে দেখি পথিকের চলা
মিটিমিটি জ্বলে ওঠে উদাস চঞ্চলা,
বুকের ভেতরে মোহ মুহূর্ত জিজ্ঞাসা
আলো আর আলো দেয় শুধু ভালোবাসা।


আমি আছি তুমি আছো আর জোনাকিরা
আলোর ফুলকি হয়ে মোহিত মদিরা,
পান করে বুঁদ হয়ে বাঁশির সুরেতে
মাটিতে তারার আলো ধরা আকাশেতে।
মুষ্টিবদ্ধ মগ্ন দূর কাছেতে প্রকাশ
জোনাকির পথ চলা হৃদয় নির্যাস।