ফেরার রাস্তা খুঁজে ফিরে আসে এই বিকেলে
মেঘেরা সব ঘিরে আছে কালো রঙ মিশেলে
উঁকি দেওয়া জানলা জুড়ে অনেক গল্প কথা
খুব সহজে নেয় বুঝে নেয় টাপুর টুপুর ব্যথা।


কাক ভেজা ওই দূরে কাছে জল জমেছে খুব
মনের ভেতর নীল আকাশ দিচ্ছে কেবল ডুব
কোথায় যেন বৃষ্টি ফোঁটা তোমার সঙ্গে দেখা
মেঘে মেঘে আলাপ, আমার জন্মসিদ্ধ একা।