যুদ্ধ নয় যুদ্ধ নয়
বলছে যারা হেঁকে
শান্তি চাই শান্তি চাই
বলছে ডেকে ডেকে।


তাদের এত মানবতায়
প্রাণের কথা বলা
যাচ্ছে বৃথা জ্ঞান বোধ
মানুষ পথে চলা।


বাইরে ঘরে জীবন জুড়ে
কষ্ট ব্যথা কত
প্রতি নিয়ত লড়াই বাঁচা
করছে কত শত!


তার উপরে আসছে ধেয়ে
গোলা বারুদ হানা
দম্ভ আর ক্ষমতায়
যেন সতেরো আনা।


এ পৃথিবী সেজেছে আজ
লক্ষ কোটি দিনে
ওগো মানুষ যুদ্ধ করো
কেন ধ্বংস কিনে?