দেখেও যদি না দেখার ভান ঘুমিয়ে খুব জাগে
বোধোদয়ের লম্বা চরণ বড্ড বুকে লাগে।


ক্ষমতার লোভ বুদ্ধির তেলে তোষণ নীতি ভাজছে
ফায়দা তুলতে মনুষ্য বোধ তোয়াজ করা শিখছে।


হাত ধরা হাত এক জোটে সব কোথায় যেন ফাঁকি
জানলা খুলে দিচ্ছে উঁকি মানুষ, নাকি পাখি?


কাঁদছে একা মান এবং হুঁস ধন্ধে ছোট্ট বাসা
বোধোদয়ের পরিচয় হয় পেলে ভালোবাসা।