কর্ম ছাড়া এই জীবনের
নেই তো কিছু মানে
কর্ম দিয়ে গড়লে জীবন
গুরুত্ব সবখানে।


ভালো কর্ম খারাপ কর্ম
জীবন হল কর্ম
অমর হয়ে বাঁচতে চাওয়া
সব মানুষের ধর্ম।


পরের হিতে করলে কর্ম
লোকে মনে রাখে
কর্মটুকু সবার মনে
আসন পেতে থাকে।


কেউ এখানে অমর তো নয়
সময়ে হয় যেতে
যাওয়ার পথে কাজের হিসেব
চায় যে শোভা পেতে।


তাই করে যাও কর্ম যত
জীবন পরিমাপে
কর্ম নিজেই রাখবে মনে
অনন্ত জল ছাপে।