কাঠবিড়ালী পেয়ারা খায়
কাটুস কুটুস করে
দেখে খুকু জানলা দিয়ে
বসে চুপটি করে


পুটুস পাটুস দেখেই আবার
মগ ডালেতে ওঠে
লেজ উচিয়ে এগাছ ওগাছ
জোরে জোরে ছোটে।


পিঠের উপর কালো দাগে
দেখতে লাগে ভালো
খুকুর মুখে হাসি ছড়ায়
খুশি ভরা আলো।


ঘরে আসে জালনা দিয়ে
দেখে খুকুর পড়া
কেমন করে বলে খুকু
রবি কবির ছড়া।


টুকুস করে লুকায় দেখি
সবুজ পাতার ফাঁকে
খুকু তখন ঘরে বসে
সেই ছবিটাই আঁকে।