যা কিছু সব করি আমি
ভালো মন্দ কাজ
কোনটা যে তার পাপ না পুণ্য
কোনটা মাথার তাজ।


আমার কাছে যেটা সঠিক
অন্যের কাছে ভুল
কারো কাছে কাঁটায় ভরা
কারো গোলাপ ফুল।


দৃষ্টি বদলে কাজের বিচার
ন্যায় ও অন্যায় হয়
প্রভুর কাছে সব মানুষই
জীবন বোঝা বয়।


নিজের কাছে নিজের কাজে
কত রকম মন
ক্ষমা করো এ কাজ আমার
আমি অভাজন।