খোকন খোকন কোথা যাও
পিছন ফিরে একটু চাও,
ডাকছে দেখো তোমার মায়
তিনটি শালিক ডিঙা বায়।


খোকন খোকন একা যায়
নতুন জামা পরছে গায়,
দুটো বেড়াল গাইছে গান
কুকুর ছানা দিচ্ছে তান।


খোকন খোকন করছে রাগ
ভাতের গন্ধে ভাগ রে ভাগ,
ফুল ফুটেছে সবুজ গাছ
খোকন বলে নাচ রে নাচ।


খোকন খোকন বন্ধু চল
লাল জামা তার বুকে বল,
মা ও দিদি দেখছে সব
খোকন করে কলরব।