মর্মরিত ঝরা পাতা চৈত্রের দুপুরে
পড়িছে উড়ে উড়ে শালুক পুকুরে,
মলয় বহিছে ধীরে কিশলয় জুড়ে
নীল আকাশে বলাকা উড়ে যায় দূরে।


পুরাতন চলে যায় নতুন যে আসে
বনে বনে গুঞ্জরিত নব রঙ ভাসে,
সবুজ সবুজ পাতা দোলা লাগে ডালে
কোকিল ছাতার পাখি ডাকে তার তালে।


দারুণ তপন তাপে কাঁপিছে পলাশ
অশোক শিমুল ফুলে প্রেম অধিবাস,
কৃষ্ণচূড়া রাধাচূড়া আছে পাশাপাশি
আজ নয় অভিমান বলে ভালোবাসি।


প্রকৃতি কুঞ্জ সাজায় নানা রঙ ফুলে
উদাস মহুয়া মন কত কিছু ভুলে,
সাঙা সাথে রাঙা হয়ে তুলেছে হিল্লোল
বারে বারে কড়া নাড়ে খোল দ্বার খোল।