চলবে পড়া খেলাধূলা
থাকলে খোলা স্কুল
দিলে ছুটি শাসন বিহীন
পড়ায় হয় যে ভুল।


স্কুলের বন্ধু মেলামেশায়
জানবে কেমন তারা
প্রাণের মাঝে মিলন হলে
আসবে শান্তি ধারা।


টেবিল চেয়ার ব্ল্যাক বোর্ড সব
ডাকছে ক্লাস যত
স্কুলের ভেতর বাইরে জগৎ
শিখবে যে যার মত।


পরস্পরের টিফিন খাওয়া
খেলা ঘোরা মজা
বড় হওয়ার শিক্ষা শিখলে
মানুষ থাকবে সোজা।


স্কুলের গেট দাও খুলে দাও
হৈ চৈ করুক জোরে
পড়াশুনায় যত বাধা
দাঁড়াও এবার সরে।