আমার বাবা আমার জন্য
কোন দামী পোষাক আশাক কিনে দেয় নি
ভালো বাড়ি গাড়ি করে দেয় নি
দেশে বিদেশে বেড়াতে নিয়ে যায় নি
মুখরোচক কোনকিছু কিনে খাওয়ায় নি।


আমার বাবা আমার জন্য
এসব খরচ করতে পারত কি না জানি না,
তবে খরচ করতে চাইত না
এ আমি বিলক্ষণ জানি।


অথচ আমার পড়াশুনার জন্য
ছিলেন উদার হস্ত
সেখানে কোন কম্প্রোমাইজ করেন নি,
সেই খরচে
আমার বাবা আমার জন্য
ছিলেন দরিয়াদিল।


আজ আমার ছেলের পোশাক আশাক
খাওয়া দাওয়া বাড়ি গাড়ির
আকাশচুম্বি চাহিদায়
সবকিছু কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে আছে,
আমার বাবার ছবিটুকুও টাঙানো আছে
এই সুরম্য ফ্ল্যাট বাড়ির
এক কোণায়।