খুকু যখন হাসে
চারিদিকে ফুল ফুটিয়ে
ফাগুন চলে আসে।
খুকু যখন কাঁদে
কালো মেঘে আকাশ ঢাকে
গ্রহণ লাগে চাঁদে।
খুকু যখন বলে
সারা ঘরে খুশির হাওয়া
এদিক ওদিক চলে।
খুকু যখন দেখে
টিয়া সবুজ গাছের পাতা
রঙের কথা লেখে।
খুকু যখন ছোটে
গাছগাছালি পাখপাখালি
আবার জেগে ওঠে।
খুকু যখন জাগে
বাইরে ঘরে হাসির ঝিলিক
আসে সবার আগে।
খুকু যখন নাচে
এই পৃথিবী সৃষ্টি সুখে
শান্তি খুঁজে বাঁচে।