পূব আকাশে যেই ছড়ালো
সূর্য সোনা আলো
খুকু দেখে বিশ্ব ভুবন
দেখায় কত ভালো।


ঘুচায় কালো সরিয়ে ভয়
খুকু নিজের হাতে
গাছ সবুজে ফুল রঙিনে
মেশে তাদের সাথে।


আকাশ মাটি সাজ প্রকৃতি
মানুষ পশু পাখি
দেখছে খুকু রূপ অপরূপ
যেমন ছবি আঁকি।


সবার মুখে আলোর আভা
খুকু ছড়ায় হাসি
সবার হৃদয় আলোকধারায়
বলছে ভালোবাসি।


আলোর সুখে আলোর বুকে
আঁধার সরায় আলো
খুকুর জন্য আলোর ধারা
আনুক আরো ভালো।