গাছের আড়ে বিকেল সূর্য
যেই না দিচ্ছে ডুব
দিগন্তে লাল আলোর আভা
দেখে খুকু চুপ।
নিচ্ছে বিদায় দিনের আলো
আসছে আঁধার দূর
পাখিরা সব তুলছে নীড়ে
কিচিরমিচির সুর।


পথের বাঁকে ফিরছে ঘরে
কর্মে মানুষ দল
আকাশ রাঙা মিষ্টি হাওয়া
বলছে ধীরে চল।
দিন ও রাতের এমন ক্ষণে
খুকুর খুশি মন
পড়তে বসে নিয়েছে আজ
বড় হওয়ার পণ।