ক্ষুধাতুর শিশু আজ
চায় না এমন স্বরাজ
নাই খাবারের সমাজ
গোল্লায় যাক দেশ কাল সব
পেট ভরে আহারে
খাবে দাবে বাহারে
মানুষ বলে যাহারে
জড়িয়ে বাঁচাবে হবে কলরব।


কিন্তু এ শিশুদের
আনল কে? যিশুদের,
তাকায় আজ পথিকের
কি বা স্বরাজ গড়তে চায় দেশ,
দাঁড়ায় পতাকা তলে
কে যায় দলে দলে
ভাষণে তোষণ চলে
ক্ষুধাতুর শিশু প্রশ্ন তোলে, বেশ!!