সত্যি বলছি, আমি মানুষ।
আমি মানুষের কান্না শুনতে পাই
আর্তকে সাহায্য করতে চাই,
পাশের জনকে সত্যি বলছি
আমার মানুষ বলেই মনে হয়।
কিন্তু কতজন?


সত্যি বলছি, আমি মাটি বলতে
মেদিনীপুরের মাটি বরিশালের মাটি কিংবা
আমেরিকা লন্ডনের মাটি বুঝি,
আর বুঝি সেই মাটিতে বসবাস করা মানুষজন।
কিন্তু কতজন?


সত্যি বলছি, পায়ে পা মিলিয়ে আমরা সবাই বাঁচব
একে অপরের ভালোবাসার বাসা গড়ব,
জাত পাত উঁচু নীচু ধর্ম বর্ণ বিদ্বেষ সব কিছু সরিয়ে
আমরা মুছে ফেলব কাঁটাতার সীমান্ত অথবা অতন্দ্র পাহারা।
আমি বুঝি মানুষ নিয়েই দেশ
আর দেশ মানে মানুষের নিশ্চিত বসবাস।
কিন্তু কতজন?


সত্যি বলছি, আমিও চাই
সবার অন্ন সংস্থান হোক, ঘর হোক,চাকরি হোক,
সবাই শিক্ষা পাক, চিকিৎসা পাক
সবার গড়ে উঠুক উন্নত জীবন যাত্রা।
সবাই হোক, মানুষের মত মানুষ।
কিন্তু কতজন?


এই কতজন ভাবতে ভাবতে
আমি মানুষ
চারিদিকে দেখি মানুষ মানুষ আর মানুষ,
সংস্থানের হাহাকারে ধুঁকছে মানুষ।


কতজন হোক শুধুমাত্র পাশের দু চার জন,
তাহলে
সত্যি বলছি, আমিও সত্যি মানুষ,
মানুষের মত মান হুঁস।