কিশলয়ে সাজে ফাগুন
গাছের ডালে ডালে
কচি পাতার গন্ধ ভাসে
এই বসন্ত কালে।


মলয় এসে বুকের ভেতর
মনে কাঁপন ধরে
শিশির মাখা রোদ সকালে
ঝিকিমিকি করে।


চারিদিকে সবুজ সবুজ
নতুন রঙের গাছে
কোকিল শ্যামা ফিঙে টিয়া
বসে তারই কাছে।


আমের মুকুল পলাশ শিমূল
রাঙা ফুলে ফুলে
নবপল্লব নেচে ওঠে
হাওয়ায় দুলে দুলে।


কিশলয়ের নরম সবুজ
বনের পথে চলে
নবীন সাজে বসন্ত তাই
প্রেমের কথা বলে।