কিশোর বয়স সূর্যরাঙা
ভোরের তাজা আলো
শিশির ধোয়া মিষ্টি বাতাস
ফুলের মতো ভালো।
শিখতে থাকা মুক্ত আকাশ
সবুজ মেঠো পথে
উদ্যমে তার জোয়ার নদী
সহজ আবেগ স্রোতে।
উদ্দাম চলা ঢেউ বরাবর
সাগরবেলার শেষে
ইচ্ছে সুখে ফুল ফোটানো
সময় হয়ে মেশে।
নতুন কিছু ভাবনা রঙিন
কিশোর কিশলয়ে
গড়তে শেখা মাত্রা জ্ঞানে
দেয় সে পরিচয়ে।
ভালো থেকো ভালো রেখো
যা মনে হয় করো
নিজের দেখা স্বপ্ন তুমি
নিজের হাতে গড়ো।