সৃষ্টি সুখের গুলবাগিচায়
ফোটে যে সাম্য ফুল
বিদ্রোহী তার সুরের ছোঁয়া
কবি তুমি নজরুল।


প্রেমের কবি যুগের কবি
সাম্যবাদের কবি
একই বৃন্তে হিন্দু মুসলিম
লেখায় আঁকেন ছবি।


কাব্য কণ্ঠ জীবনের স্বর
গানের ছন্দ তানে
দুই বাংলার হৃদয়ের সুর
সবার ভেতর প্রাণে।


রণক্লান্ত বিদ্রোহী এক
অগ্নিবীণার বুলবুল
চির ভাস্বর সবার প্রিয়
কবি তুমি নজরুল।


মানব ঐক্য উন্নত শির
বিদ্রোহী আজ বিলকুল
বাংলার বুকে ফিরে এসো
কবি তুমি নজরুল।