হঠাৎ মেঘ করেছে
বইছে এলোমেলো হাওয়া
আমি বেশ বুঝতে পারি
এক্ষুনি বৃষ্টি নামবে
আর জন্ম নেবে নাতিদীর্ঘ এক কবিতা।


অথবা প্রখর রোদ জীবন আই-ঠাই
আকাশ জুড়ে সরগরম
স্বস্তি চাইছে প্রাণ;
এক্ষুণি গাছের পাতায় শিহরণ হবে
ঘাস ফুলের বুকে লেখা হবে বিকেলের গান
আর সৃষ্টি হবে কোন এক কবিতার ।


রাত্রির আঁধারে শোনা যায় পেঁচার ডাক
ঘুমন্ত আমি চমকে উঠি  
চেনা পাড়াটা কেমন যেন হয়ে ওঠে নীরব গল্প ;
আমি ঠিক বুঝতে পারি
সকাল আসছে
আলোর আভায় খেলছে দিগন্ত,
আর কোন এক কবিতার জন্য  
সারা বিছানায়
ছটপট করছে কোন এক কবি।
      
      ০২৮২০১৩