নিজেকেই বার বার কর্তব্যের আঙিনায় গড়ে
রোজ নতুন রূপে নিজেকেই উদ্ধার করে
এই নদী গাছপালা পশুপাখি এবং আমি
কি হতে চাই এই অঙ্গীকারে ভাবুক আগামী।
হাত বাড়িয়ে খুঁটে খুঁটে এই জগতের আলো
নিজের প্রত্যয়ে নিজে সরাতে পেরেছি কি কালো?


প্রশ্নের দরজায় কর্তব্য রেখে গেছে নিজেকে
নিজের অহং বোধ নাড়া দেয় কি বিবেকে?
মাটির পরশ আঁকড়ে ধরে নিজের রচিত জমি
ঐতিহ্যের চরিত্রে আগামী করবে কি অহমি?


ভাবতে ভাবতে বুকের ভেতরে মানুষ জন্ম
ধ্বংসস্তুপে কিশলয় খোঁজে বাঁচিয়ে রাখার স্বপ্ন
এটুকু কর্তব্যের খাতিরে চলেছে জীবন প্রবাহ
সমস্ত ইন্দ্রিয় খোলা থাক যেমন আমার এ নির্বাহ।