কত কষ্ট লিখে রেখে
রোদ ভরা পথ খোঁজে
যত বলি মানে না মন
যার ব্যথা সেই বোঝে।


অনুভবে রাঙা হয়ে
বোঝাতে দিন কাটে
আকাশ নীলে দুঃখ থাকে
সুখ পুকুরের ঘাটে।


শান্তি নীরব মুখোশ পরে
লুকায় যত কালো
বাঁচার চেষ্টা একলা একা
ছড়ায় কত আলো।


বুকের ভেতর যন্ত্রণা এক
যদি বলতে পারি
বুঝতে পারা আঁধার ঘরে
দাঁড়ায় সারি সারি।


সুজন আমি তোমার কাছে
দু দন্ড সুখ খোঁজে
এত করেও কষ্ট চাপা
যার ব্যথা সেই বোঝে।